Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

Notice

Journal

Corrected Exam schedule of BA, BSS and LLB (Hons) Program (Term 232, 241 & 242)       ||    BA & BSS Examination-2024 on 10-10-2025 has been postponed       ||    অনিবার্য কারনে বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা – ২০২৪ এর পরীক্ষা কেন্দ্র ডি এন কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও বাতিলপূর্বক উক্ত কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এ অনুষ্ঠিত হবে।       ||    Exam schedule of BA, BSS and LLB (Hons) Program (Term 232 and 242)       ||    

বাউবি’র সিটিজেন্‌স চার্টার



বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় সিটিজেন চার্টার এর সংযোজন ও বাস্তবায়ন খুব বেশী দিন আগে শুরু হয়নি। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, গুণগত মান সম্মত সেবা প্রদান করা হচ্ছে, জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা অব্যহত আছে, ফলে প্রশাসন এবং দেশের সাধারণ জনগণের মধ্যে পারস্পারিক আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিকাশ ও শিক্ষিতের হার শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে সারা বাংলাদেশ ও দেশের বাইরেও সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য-কে সামনে রেখে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে গুণগতমান সম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিজস্ব সিটিজেন চার্টার প্রস্তুত করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন পূর্বক উহা প্রণয়ন করে। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাউবি’র কর্তৃপক্ষ “সেবা প্রদান কর্মপরিকল্পনা বাস্তবায়ন” কমিটি গঠণ করে, কমিটি একটি পূর্ণাঙ্গ সিটিজেন চার্টার প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বাউবি’র শিক্ষার্থীদের-কে গুণগত সম্পন্ন সেবা প্রদান ও সংশ্লিষ্ট সকল তথ্য প্রদান প্রক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব পালন করে যাচ্ছে।



স্কুল অব এডুকেশন

স্কুল অব সোস্যাল সায়েন্স, হিউম্যাননিটিজ এন্ড ল্যাংগুয়েজ

ওপেন স্কুল

স্কুল অব বিজনেস

কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল (সার্ড)

স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজী


বিভিন্ন স্কুলের প্রোগ্রাম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক/ কোর্স সমন্বয়কারী

বাউবি’র প্রতিশ্রুত সেবাসমূহ



এসএসএস বিভাগের বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

আইসিটি ইউনিটের বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

পরীক্ষা বিভাগের প্রোগ্রাম সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

পরীক্ষা বিভাগের সার্টিফিকেট সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা


পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট সেবার জন্য চাহিত কাগজপত্র

OSAPS-এর মাধ্যমে বাউবি’র প্রোগ্রামসমূহে অনলাইন ভর্তি প্রক্রিয়া


© 2025 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.